সংবাদ শিরোনাম ::
মিয়ানমারের দুই শীর্ষ সেনা কর্মকর্তার ওপর ব্রিটেনের নিষেধাজ্ঞা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:২৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০ ৭০০ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট::
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ চালানোর দায়ে দেশটির দুই শীর্ষ সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন। গত সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক বিভিন্ন দেশের ৪৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। ওই তালিকায় এ দুজনের নাম রয়েছে। খবর: রয়টার্স।
নিষেধাজ্ঞার আওতায় থাকা দুজন হলেন, সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং এবং ডেপুটি কমান্ডার-ইন-চিফ সিনিয়র জেনারেল সোয়ে উইন। ব্রিটেনের পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিসের নিষেধাজ্ঞার নথিতে বলা হয়েছে, ‘সম্পত্তি বাজেয়াপ্ত ও ভ্রমণ নিষেধাজ্ঞা’ এর আওতায় থাকছে।