কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৪:৩৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০ ২৬৫৯ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছ।
সোমবার (২৬ জুলাই) সকাল ১০টায় বসুরহাট পৌরসভা প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।
পরে বসুরহাট বাজারের বঙ্গবন্ধু চত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এর পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, বসুরহাট পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা যুবলীগে সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি এডভোকেট শাহীদুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহীন, পৌরসভা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি শাহাজ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক সাইফুল হাসান রনি, বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন নোমান, ছাত্রলীগ নেতা তাশিক মির্জা কাদের প্রমুখ।