যৌন লালসার শিকার কঙ্গনা
- আপডেট সময় : ০৮:৫১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ ৬০৭৬ বার পড়া হয়েছে
ডেস্কঃ
গেল শনিবার বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ। এই খবর প্রকাশ হতেই অনুরাগকে গ্রেপ্তারের দাবি জানান বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। গোটা ঘটনায় তোলপাড় বলিউড। এরই মধ্যে কঙ্গনার দাবি, ইন্ডাস্ট্রির বহু নায়কের যৌন লালসার শিকার হয়েছেন তিনি।
কঙ্গনা টুইটে লেখেন, ‘পায়েল ঘোষ আজ যা বলছেন, বলিউডের বহু বড় বড় নায়ক আমার সঙ্গেও ঠিক একই কাজ করেছেন। আমচকাই ভ্যান বা ঘরের দরজা লক করে নিজেদের যৌনাঙ্গ দেখিয়েছেন। কিংবা কোনো পার্টির ডান্স ফ্লোরে বন্ধুত্বপূর্ণ নাচের সময় মুখের মধ্যে জিভ স্পর্শ করিয়েছেন।’
এখানেই শেষ নয়। কঙ্গনার আরও অভিযোগ, ‘গোটা বলিউড যৌন শিকারিতে পূর্ণ। তারা নামেই বিয়ে করেন আর আশা করেন, প্রতিদিন নতুন এবং অল্প বয়সী মেয়েরা তাদের খুশি করবেন। অল্প বয়সী ছেলেদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। আমি আজ প্রতিষ্ঠিত, আমার হয়ত বলার দরকার নেই। তবে অনেক মেয়েরই পায়েল ঘোষের মতো পরিস্থিতি হয়।’
কঙ্গনার দাবি, পায়েল অনুরাগের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তেমনটা ঘটতেও পারে। অনুরাগ তার প্রত্যেক পার্টনারকে প্রতারিত করেছেন, একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। ওর প্রযোজনা সংস্থা তো পুরো অসৎ চরিত্রের লোকজনে ভরপুর। আমি আগেও নির্যাতিতাদের সমর্থন করেছি, আজও করব। স্বাধীনচেতা আমার বিরুদ্ধে প্রচার করতেই পারে।’
এদিকে তার পাশে দাঁড়ানোর জন্য কঙ্গনাকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী পায়েল ঘোষ। যদিও পায়েলের আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অনুরাগ কাশ্যপ। এই পরিস্থিতিতে তিনি পাশে পেয়েছেন তাপসী পান্নু, স্বরা ভাস্কর, হানসল মেহেতাদের।