সংবাদ শিরোনাম ::
করোনা আক্রান্ত তিশা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০ ১৮৯৪ বার পড়া হয়েছে
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। রবিবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। নিজের বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।
সোমবার বিকালে তানজিন তিশা নিজেই সংবাদমাধ্যমকে এই খবর নিশ্চিত করেন।
জানা যায়, কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন তানজিন তিশা। স্বাদ-ঘ্রাণ পাচ্ছিলেন না। পরে হাসপাতালে গিয়ে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন। রবিবার রাতে সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
তানজিনা তিশা বলেন, ‘এমনি এখন ভালো আছি। জ্বর, খাবারের স্বাদ না পাওয়া ছাড়া আর কোনো সমস্যা হচ্ছে না। হালকা কাশিও আছে।’
তিনি জানান, চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। নিয়ম মেনে খাওয়াদাওয়া করছেন। ১৪ দিনের আইসোলেশন শেষে দ্বিতীয়বার টেস্ট করাবেন তিনি। নেগেটিভ রেজাল্ট হাতে পেলে আবার কাজে ফিরতে চান ছোট পর্দার জনপ্রিয় এই তারকা।