সংবাদ শিরোনাম ::
সেনবাগে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০ ১৩৮৭ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. আবু সুফিয়ান (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে কাজীরখিল গ্রামের উম্মাদ আলী হাজী বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত আবু সুফিয়ান ওই বাড়ীর নুরুল হুদার ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বাকের হোসেন জানান, দুপুরে বাড়ীর পুকুরে গোসল করতে যায় আবু সুফিয়ান। দুপুর ফেরিয়ে গেলেও সে আর ঘরে ফিরে আসেনি। পরে তার বাবা নুরুল হুদা পুকুরের পাশের একটি খেতের মধ্যে মানুষের পা দেখতে পেয়ে বাড়ীর লোকজনের সহযোগিতায় উদ্ধার করে দেখেন সুফিয়ানের লাশ। নিহত সুফিয়ান এপিলেপসির বা মৃগী রোগী ছিলেন তাই পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে পরিবার থেকে নিশ্চিত করেছে।