প্রথম ধাপে ভাসানচরে এলো ১৬৪২ রোহিঙ্গা
- আপডেট সময় : ০৩:০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০ ৫৬৯৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী হাতিয়ার ভাসানচরে প্রথম এসে পৌঁছেছে নারী-পুরুষ ও শিশুসহ ১৬৪২ জন রোহিঙ্গা।
শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ৭টি জাহাজে করে এসব রোহিঙ্গা নারী-পুরুষ, শিশুসহ ভাসানচরে এসে পৌঁছায়। এর আগে, কক্সবাজারের উখিয়া থেকে যাত্রা শুরু করে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে নিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয় ৭টি জাহাজ।
নাম প্রকাশে অইচ্ছুক নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, ভাসান চরে আসা সকল রোহিঙ্গাদের প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তার পর ওয়ার হাউজে নৌবাহিনীর কর্মকর্তারা রোহিঙ্গাদের ব্রিফিং করবে। ব্রিফিং শেষে রোহিঙ্গাদের জন্য প্রস্তুত রাখা ৭, ৮, ৯, ১০ নম্বর ক্লাষ্টারে তাদেরকে রাখা হবে। সূত্র মতে আরো জানা যায়, আগামী ১ সপ্তাহ নৌবাহিনীর তত্ত্বাবধানে তাদেরকে রান্না করে খাওয়ানো হবে। ভাষানচরে আসা রোহিঙ্গাদের মধ্যে শিশুর সংখ্যা রয়েছে ৮১০, পুরুষ সংখ্যা ৩৬৮ ও নারীর সংখ্যা রয়েছে ৪৬৪ জন। এছাড়াও ২২টি এনজিও সংঘস্থার লোক রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে থাকবে ভাসানচরে।
নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার দুটো জাহাজে করে ভাসানচরে আসা রোহিঙ্গাদের ১০১৯টি মালপত্রের লাগেজও ভাসানচরে পৌঁছে দেওয়া হয়েছে।