প্রবাসী স্বামীর নির্যাতনে বেগমগঞ্জে গৃহবধূর মৃত্যুর অভিযোগ
- আপডেট সময় : ০৭:৪১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১ ৩১০৯ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে সৌদি প্রবাসী স্বামীর নির্যাতনে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
নিহত গৃহবধূ শাসছুন নাহার রুমা (৩০), উপজেলার একলাশপুর ইউনিয়নের সৌদি প্রবাসী নুর ইসলাম মোহনের স্ত্রী।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অনন্তপুর গ্রামের ভোলা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্যমতে, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে দুই সস্তানের জননী শামসুন নাহারকে তার বাবার বাড়িতে স্বামী মোহন মারধর করে। পরবর্তীতে মারধরের শিকার গৃহবধূ পরিবারের সদস্যদের অজান্তে অপমানে, রাগে ক্ষোভে বিষপান করে। পরে তাকে পরিবারের লোকজন মুর্মূষ অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মো.নুর নবী নিহত গৃহবধূর ভাই মিশু এবং বাচ্চুর বরাত দিয়ে জানান, নিহতের স্বামী মোহন তার স্ত্রীকে মারধর করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার জানান, গৃহবধূর মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে পুরোপুরি জানা যাবে। নিহতের পরিবার অভিযোগ দিলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।