সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে গৃহবধূ হত্যা, বিচারের দাবীতে মানববন্ধন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৩৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১ ৫৮৩২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের অন্ততঃপুর গ্রামে গৃহবধূ বিবি কুলসুম রুমাকে মারধর করে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ ওঠেছে স্বামী আলা উদ্দিন নিশু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
এ ঘটনার বিচারের দাবীতে সোমবার বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন-সমাবেশে করেছে নিহতের পরিবার, স্বজনরা ও এলাকাবাসী।
মানববন্ধন-সমাবেশে তারা বলেন, যৌতুকের জন্য প্রায়ই রুমাকে নির্যাতন করতো তার স্বামী ও শ^শুরের পরিবারের লোকজন। সবশেষ গত ২৫মার্চ বৃহস্পতিবার রুমাকে মারধর করে মুখে বিষ ঢেলে হত্যা করে নিশু ও তার পরিবারের লোকজন।
তারা অভিযোগ করে বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি। তারা অতিদ্রুত আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান।