সংবাদ শিরোনাম ::
সেনবাগে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১ ২৯২৮ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ পৌরসভায় পুকুরের পানিতে ডুবে আবিদা ইউছুফ (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আবিদার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার বিকেলে মধ্য অর্জুনতলা এলাকার আবদুল ওয়াদুদ মিয়ার বাড়ীর পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত আবিদা ইউছুফ ওই বাড়ীর আবু ইউছুফ জীবনের মেয়ে। সে স্থানীয় ইব্রাহিমীয়া ইসলামীয়া মাদ্রাসার প্রথম জমাতের ছাত্রী ছিল।
নিহতের চাচা মো. জুয়েল জানান, দুপুরে পরিবারের লোকজন কাজে ব্যবস্থা থাকার কোন এক সময় আবিদা ঘর থেকে বের হয়ে যায়। দুপুর থেকে বিকেল পর্যন্ত আশপাশের সবস্থানে খুঁজেও আবিদার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে পুকুরে পড়ে গেছে এমন সন্দেহে পুকুরে নেমে আমরা খুঁজতে থাকি। এর একপর্যায়ে পুকুরে ডুবে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি আবিদাকে মৃত ঘোষণা করেন।