সংবাদ শিরোনাম ::
এক স্যাটারে দোকান খোলা, জরিমানা গুনলেন ব্যবসায়ী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:১৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১ ৫৩৯৯ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিষেধাজ্ঞা না মেনে নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রাখায় ১০ হাজার ৮শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ এপ্রিল) বিকেলে ২ ঘন্ট্যা ব্যাপী উপজেলার বসুরহাট পৌরসভার বসুরহাট বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক মীর। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নির্ধারিত সময়ের পর এক স্যাটার খুলে দোকান খোলা রাখা, স্বাস্থ্য বিধি না মেনে ঘুরাফেরা করাসহ বিভিন্ন অপরাধে ১৫টি মামলায় ১০ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।