সোনাইমুড়ীতে কাভার্ড ভ্যান চাপায় শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৫:৪৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১ ৩৪৪৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে কাভার্ড ভ্যান চাপা পড়ে রতন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার নাওতলা ভূঁইয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা-নোয়াখালী প্রধান সড়কের নাওতলা ভূঁইয়া বাড়ি নামক স্থানে নাওতলা গ্রামের মুন্সী বাড়ির ইমাম হোসেনের আট বছর বয়সী ছেলে রতন রাস্তা পারাপার হচ্ছে। এসময় ঢাকা থেকে নোয়াখালী অভিমুখী ঢাকা মেট্রো-(ট- ১৬-৩৬৯৬) নাম্বারের গাড়িটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, পরবর্তীতে পুলিশ এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।