সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, বাড়ি ফেরা হলোনা নবজাতক শিশুর
- আপডেট সময় : ০৮:০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ ৫৬৩০ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে দু’টি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪দিন বয়সী এক নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নবজাতকের মা-বাবা ও খালাসহ আরো ৩জন আহত হয়।
শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজার সংলগ্ন বসুরহাট টু চাপরাশিরহাট সড়ককে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নবজাতক উপজেলার মুছাপুর ইউনিয়ন ও পাশ্ববর্তী সোনাগাজী উপজেলার চরদরবেশ গ্রামের একরাম হোসেনের শিশু ছেলে ছিল।
কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জের বসুরহাট উপশম হাসপাতালে ৪দিন আগে সিজার অপারেশনের মাধ্যমে ওই শিশুটির জন্ম হয়। শুক্রবার দুপুরের দিকে নবজাতক শিশুকে নিয়ে মা-বাবা সিএনজি যোগে বাড়ি ফেরার পথে দু’টি সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত হয় ওই নবজাতক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় এলাকাবাসী দুর্ঘটনার শিকার সিএনজি দুটি আটক করে পুলিশে সোপর্দ করে। তবে ঘাতক সিএনজি চালকরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ দিলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।