গভীর রাতে সড়ক দূর্ঘটনায় সুধারামে মোটরসাইকেল আরোহী মৃত্যু
- আপডেট সময় : ০১:৩৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১ ২৫৫১ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
গভীর রাতে কুকুররের সাথে ধাক্কা লেগে নোয়াখালীর সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত নিয়াজুর রহমান রাব্বী (৩০),উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের আবদুল মোতালেবের ছেলে। বুধবার দিবাগত রাত ১টা ২০মিনিটের দিকে উপজেলার সোনাপুর বাজারের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
সুধারম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন এ সব তথ্য নিশ্চিত করে জানানা, নিহত রাব্বী রাত ১টার দিকে মোটর সাইকেল যোগে অশ্বদিয়া থেকে মাইজদী যাওয়ার পথে সোনাপুর বাজারের জিরো পয়েন্ট এলাকায় পৌঁছলে তার মোটর সাইকেলের সাথে একটি কুকুরের ধাক্কা খেলে সে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় সুধারম থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।