গাবুয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ১২:০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১ ৪৭২৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গাবুয়া উপশহরের আর্থ সামজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংগঠন গাবুয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে আজীবন দাতা সদস্য, মাসিক দাতা সদস্য, কার্যকরী কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্খীদের পূণর্মিলনে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে ফাউন্ডেশন কার্যালয়ে।
চলমান লকডাউনের শুরু থেকে এখন পর্যন্ত সংগঠনটি দুস্থদের মধ্যে খাবার, রমজানের ইফতার ও ঈদ সামগ্রী বিতরন সহ নানান ধরনের সমাজ সেবামূলক কাজ করে আসছে। স্বেচ্ছাসেবামূলক সংগঠনের চেয়ারম্যান ইন্জিনিয়ার আহসান উদ্দিন ফরহাদ এলাকার যুব সমাজ সহ সকলকে নিয়েই এমন আয়োজন করেন।
সেক্রেটারী এডভোকেট দেলোয়ার হোসেন বাবলু ও হাসান আকবর বাদল আজীবন দাতা সদস্য হিসেবে নীহারিকা হক নাদিয়া এবং আয়েশা খাতুনকে কে সম্মাননা স্মারক প্রদান করেন। নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব উদ্দিন সহ কার্যকরী কমিটির সদস্য, আজীবন দাতা সদস্য, স্বেচ্ছাসেবকগন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।