গাছ কাটতে গিয়ে মাথায় ঢাল পড়ে সেনবাগে এক কিশোরের মৃত্যু
- আপডেট সময় : ০৪:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১ ৩১৮০ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিবেদক:
গাছপালা কাটতে গিয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলায় ঢাল মাথায় পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) দুপুর ৩টার দিকে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছাতারপাইয়া গ্রামের বদল বাড়ীতে এই ঘটনা ঘটে। পরে নোয়াখালীর মাইজদী শহরের প্রাইম হসপিটালে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে ওই কিশোরের মৃত্যু হয়। নিহত তারেক রহমান শুভ (১৭) একই এলাকার ডাক্তার আবুল বাশারের বাড়ীর মো. ফারুকের ছেলে।
ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে একই গ্রামের শুভ ও মহিব উল্ল্যার ছেলে মোজাম্মেল হোসেন (১৭) চুক্তিতে বদল বাড়ীর ব্যবসায়ী সালাউদ্দিনের পুকুর পাড়ের গাছ কাটার কাজ নেয়। গাছ কাটার সময় শুভ গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় মোজাম্মেল গাছের উপরের ঢালপালা কাটছিলেন। এ সময় কাটা একটি ঢাল পড়তে দেখে শুভ দৌড়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করে। কিন্তু কাটা ঢালটি মাথায় পড়লে সে মাথায় গুরুত্বর আঘাত পায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।