সংবাদ শিরোনাম ::
মেডিকেল এ্যাসিস্টেন্ট স্কুল খুলে দেয়ার দাবিতে নোয়াখালীতে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:২৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১ ১১৪৩৮ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিবেদক:
মেডিকেল এ্যাসিস্টেন্ট স্কুল (ম্যাটস্) খুলে দেয়াসহ তিন দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ১২টায় নোয়াখালী মেডিকেল এ্যাসিস্টেন্ট স্কুল (ম্যাটস্) এর সামনের সড়কে এ মানববন্ধন পালন করে শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা দ্রুত ম্যাটস্ খুলে দেয়ার দাবি জানান। একই সঙ্গে ২০১৮ সালের অনুষ্ঠিত পরীক্ষার মূল সনদ প্রদান এবং ২০২০ সালের সাপ্লিমেন্ট পরীক্ষার ফল প্রকাশেরও দাবি জানিয়েছে। দ্রুত তাদের দাবি মেনে নেয়া না হলে কঠোর আন্দোলনের হুমকি দেয় শিক্ষার্থীরা।
এ সময় বক্তব্য রাখেন, বিএম আল মেহেদী, মহি উদ্দিন হৃদয় ও মেহেদী হাসান প্রমূখ।