করোন আক্রান্ত হয়ে কেমন আছেন? করোনা আক্রান্ত ২৯ মৃতদেহ দাফনকারী টিটু

- আপডেট সময় : ১০:৫৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১ ১৪০৩০ বার পড়া হয়েছে
নিজেস্ব প্রতিবেদক:
করোনা আক্রান্ত ২৯ মৃতদেহ দাফন করা কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু নিজেই এবার করোনায় আক্রান্ত।
বুধবার (০৪ আগস্ট) দুপুরে টিটু নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছর করোনা সংক্রমণের পর থেকেই করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের মরদেহ দাফন বা সৎকার নিয়ে যখনই ভীতির সৃষ্টি হয়েছিল। ভয়ে স্বজন ও প্রতিবেশীরা যখন অনেকেই করোনায় মৃতদের মরদেহ দাফনে এগিয়ে আসেননি। ঠিক তখনই নিজের জীবনের ঝুঁকি নিয়ে মরদেহ দাফন বা সৎকার কাজে এগিয়ে আসেন কবিরহাট পৌরসভার সাবেক মেয়র এবং গত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটু। উপজেলার বিভিন্ন এলাকা থেকে যুবকদেও সাথে নিয়ে গঠন করেন ‘মানবিক টিম’।
মরদেহ দাফন ছাড়াও করোনায় আক্রান্ত প্রায় ৮০ জন রোগীর বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে দেখা কওে মনোবল যুগিয়ে ওষুধসহ খাদ্য সহায়তা প্রদান করেছেন তিনি। সমাজের বিত্তবানদের এসব মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান আলাবক্স তাহের টিটু।
আলাবক্স তাহের টিটু একান্ত সাক্ষাৎকাওে বলেন,