কোম্পানীগঞ্জে করোনা হেল্প সেন্টার অক্সিজেন ও ঔষধ সেবা কার্যক্রমের উদ্বোধন
- আপডেট সময় : ০৯:২০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১ ১৩৫১৯ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর সাংগঠনিক অভিভাবক তারেক রহমান এর নির্দেশে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় করোনা হেল্প সেন্টার অক্সিজেন ও ঔষধ সেবা কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা ও সরকারি মুজিব কলেজ ছাত্রদলের আয়োজনে শুক্রবার দুপুর ১২টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক আইনমন্ত্রী প্রয়াত ব্যারিষ্টার মওদুদ আহমেদের বাড়িতে এ কার্যক্রমের উদ্ধোধন করা হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ভোধক হিসেবে অংশ গ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সভাপতি ফজলুর রহমান খোকন।
এসময় প্রধান বক্তা হিসেবে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি,চট্টগ্রাম বিভাগীয় টিমের প্রধান সমন্বয়ক এম এস মুসাব্বির শাফি।
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রস্তবিত আহবায়ক আতাউর রহমান পাভেলের সভাপতিত্বে ও প্রস্তবিত সদস্য সচিব আরিফুল হকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সেবা কার্যক্রম এর সমন্বয়ক নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মোঃ নোমান সহ স্থানীয় ছাত্রদল নেতৃবৃন্দ।
এসময় বক্তরা বর্তমান করোনা মহামারিতে নোয়াখালী ছাত্রদলের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কার্যক্রমকে আরো সফল করার লক্ষে দিক নির্দেশনা প্রদান করেন সেই সাথে এ কার্যক্রমের সহযোগিতাকারী আমেরিকার মেরিল্যান্ডে শহীদ জিয়া সড়কের উদ্যোক্তা মুহাম্মদ কাজলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।