ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

বিশ্ববাজারে আবারও সোনার দাম বাড়ল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১ ৭৮৭৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে দুই সপ্তাহ ধরে আবারও সোনার দাম বাড়তে শুরু করেছে। বিশ্ববাজারে দুই সপ্তাহ সোনার দাম বাড়লেও দেশের বাজারে বাড়েনি। তবে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে দেশের বাজারেও দাম বাড়ানো হবে। সবশেষ সপ্তাহে সোনার দাম বেড়েছে শূন্য দশমিক ৫৮ শতাংশ। বিশ্ববাজারে রূপা বেড়েছে ২ দশমিক ৬৫ শতাংশ। সোনার এই দাম বাড়ার আগে টানা চার সপ্তাহ দরপতন হয়। এতে এক মাসের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৭৯ ডলার বা ৪ দশমিক ২৪ শতাংশ কমে যায়।

এ বিষয়ে বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। দাম বাড়ার ধারা অব্যাহত থাকলে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হবে। আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহ প্রতি আউন্স সোনার দাম বেড়েছে শূন্য দশমিক ২১ ডলার বা শূন্য দশমিক শূন্য ১ শতাংশ। এতে সপ্তাহের ব্যবধানে সোনার দাম বেড়েছে শূন্য দশমিক ৫৮ শতাংশ বা ১০ দশমিক ২৮ ডলার। ফলে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮০৮ দশমিক ১২ ডলার। এর মাধ্যমে টানা দুই সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম বাড়ল ২৫ দশমিক ৫৪ ডলার। এতে মাসের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে ১ দশমিক ১০ শতাংশ।

আন্তর্জাতিক বাজারে সোনার দরপতনে গত ১৫ ডিসেম্বর দেশের বাজারেও দাম কমিয়ে দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হয়েছে ৭৩ হাজার ১৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬১ হাজার ২৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫০ হাজার ৯১৪ টাকায় বিক্রি হচ্ছে। সোনার দাম কমানো হলেও রূপার দাম আগেরটাই বহাল রাখা হয়। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সোনার পাশাপাশি গেল এক সপ্তাহে রূপার দামও বেড়েছে। গেল এক সপ্তাহে ২ দশমিক ৬৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স রূপার দাম দাঁড়িয়েছে ২২ দশমিক ৯৪ ডলারে। এরপরও মাসের ব্যবধানে রূপার দাম কমেছে ২ দশমিক ৬৯ ডলার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ববাজারে আবারও সোনার দাম বাড়ল

আপডেট সময় : ০৪:৪৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে দুই সপ্তাহ ধরে আবারও সোনার দাম বাড়তে শুরু করেছে। বিশ্ববাজারে দুই সপ্তাহ সোনার দাম বাড়লেও দেশের বাজারে বাড়েনি। তবে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে দেশের বাজারেও দাম বাড়ানো হবে। সবশেষ সপ্তাহে সোনার দাম বেড়েছে শূন্য দশমিক ৫৮ শতাংশ। বিশ্ববাজারে রূপা বেড়েছে ২ দশমিক ৬৫ শতাংশ। সোনার এই দাম বাড়ার আগে টানা চার সপ্তাহ দরপতন হয়। এতে এক মাসের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৭৯ ডলার বা ৪ দশমিক ২৪ শতাংশ কমে যায়।

এ বিষয়ে বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। দাম বাড়ার ধারা অব্যাহত থাকলে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হবে। আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহ প্রতি আউন্স সোনার দাম বেড়েছে শূন্য দশমিক ২১ ডলার বা শূন্য দশমিক শূন্য ১ শতাংশ। এতে সপ্তাহের ব্যবধানে সোনার দাম বেড়েছে শূন্য দশমিক ৫৮ শতাংশ বা ১০ দশমিক ২৮ ডলার। ফলে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮০৮ দশমিক ১২ ডলার। এর মাধ্যমে টানা দুই সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম বাড়ল ২৫ দশমিক ৫৪ ডলার। এতে মাসের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে ১ দশমিক ১০ শতাংশ।

আন্তর্জাতিক বাজারে সোনার দরপতনে গত ১৫ ডিসেম্বর দেশের বাজারেও দাম কমিয়ে দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হয়েছে ৭৩ হাজার ১৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬১ হাজার ২৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫০ হাজার ৯১৪ টাকায় বিক্রি হচ্ছে। সোনার দাম কমানো হলেও রূপার দাম আগেরটাই বহাল রাখা হয়। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সোনার পাশাপাশি গেল এক সপ্তাহে রূপার দামও বেড়েছে। গেল এক সপ্তাহে ২ দশমিক ৬৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স রূপার দাম দাঁড়িয়েছে ২২ দশমিক ৯৪ ডলারে। এরপরও মাসের ব্যবধানে রূপার দাম কমেছে ২ দশমিক ৬৯ ডলার।