শিরোনাম:
চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে কোম্পানীগঞ্জে মনোনয়ন দাখিল করলো ১০ জন এক ভাইকে বাঁচাতে আরেক ভাই পানিতে, ডুবে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু তাপপ্রবাহে অতিষ্ট হয়ে জমিতে অজ্ঞান কৃষক, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নতুন গ্যাস কূপের খনন কার্যক্রমের উদ্বোধন কবিরহাট পৌরসভার উপনির্বাচনে ১৭১ ভোটের ব্যাবধানে তিনবারের প্রার্থীর জয় হিটস্ট্রোকে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু গরমে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল নোয়াখালীর ১৮ শিক্ষার্থী স্যালোয়ারে লুকানো ইয়াবা, গ্রেফতার মাদককারবারি গৃহবধূ প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায়, গ্রেফতার যুবক বঙ্গোপসাগরে জাহাজ ডুবি, উদ্ধার ১১, নিখোঁজ-১ নাবিক

সাহসী ভূমিকার জন্য মুসকানকে ৫ লাখ রুপি পুরুষ্কার দেওয়ার ঘোষণা

Avatar
Jubayer Hosain Hemel
আপডেটঃ : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২

ভারতের দক্ষিণাঞ্চলের কর্ণাটক রাজ্যের মান্দিয়া প্রাক-বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে গেরুয়া পরা একদল তরুণের সামনে হিজাব পরে একাই প্রতিবাদ করায় প্রশংসায় ভাসছেন শিক্ষার্থী মুসকান। সাহসী ভূমিকার জন্য ওই নারী শিক্ষার্থীকে ৫ লাখ রুপি পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভারতের ‘জমিয়তে উলামায়ে হিন্দ’ শিক্ষার্থী মুসকানের জন্য এ পুরস্কারের ঘোষণা দেয়। এক টুইট বার্তায় জমিয়তের সভাপতি মাওলানা মাহমুদ আসআদ মাদানির পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানিয়ে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।

ওই টুইট বার্তায় বলা হয়, নিজের ধর্মীয় আইন ও অধিকার রক্ষায় তীব্র প্রতিকূলতার মুখে একাই পুলো দলের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাহসী শিক্ষার্থী মুসকান খান বিনতে মুহাম্মদ হুসাইন খানের প্রতি শুভেচ্ছা। ’ জমিয়তের পক্ষ থেকে এ সাহসী তরুণীর জন্য পাঁচ লাখ রুপি পুরস্কার ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা যায়, কর্ণাটকের একটি কলেজ চত্বরে হিজাব পরা এক ছাত্রী হাঁটছেন। এ সময় গেরুয়া ওড়না পরা একদল তরুণ তাকে ঘিরে হিজাববিরোধী স্লোগান দেন এবং হেনস্তা করেন। শত শত তরুণের সামনে একাই প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে কর্ণাটকের মুসকান নামের ওই মুসলিম ছাত্রী।

ভিডিওতে দেখা যায়, ওই তরুণী স্কুটার পার্কিংয়ে রেখে কলেজ ভবনের দিকে হাঁটছে। এ সময় গেরুয়া ওড়না পরা একদল তরুণ ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয় এবং তার দিকে এগিয়ে যায়। এরপরে ওই তরুণী পাল্টা ‘আল্লাহু আকবার’ স্লোগান দেওয়া শুরু করেন। এ সময় ওই তরুণীকে ভীত দেখা যায়নি। ওই সময় হাত উপরে তুলে আল্লাহু আকবার স্লোগান দিয়ে সামনে এগিয়ে যেতে দেখা যায় তাকে। পরে কলেজের অধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষকরা তাকে সরিয়ে নেন।

উল্লেখ্য, কর্ণাটকের কয়েকটি কলেজে মুসলিম নারী শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধ করায় তৈরি হয় বিতর্ক। এর প্রতিবাদ শুরু করেন মুসলিম নারী শিক্ষার্থীরা। পরিস্থিতি চরম আকার ধারণ করলে তিনদিনের জন্য সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১