শিরোনাম:
চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে কোম্পানীগঞ্জে মনোনয়ন দাখিল করলো ১০ জন এক ভাইকে বাঁচাতে আরেক ভাই পানিতে, ডুবে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু তাপপ্রবাহে অতিষ্ট হয়ে জমিতে অজ্ঞান কৃষক, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নতুন গ্যাস কূপের খনন কার্যক্রমের উদ্বোধন কবিরহাট পৌরসভার উপনির্বাচনে ১৭১ ভোটের ব্যাবধানে তিনবারের প্রার্থীর জয় হিটস্ট্রোকে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু গরমে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল নোয়াখালীর ১৮ শিক্ষার্থী স্যালোয়ারে লুকানো ইয়াবা, গ্রেফতার মাদককারবারি গৃহবধূ প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায়, গ্রেফতার যুবক বঙ্গোপসাগরে জাহাজ ডুবি, উদ্ধার ১১, নিখোঁজ-১ নাবিক

আকাশছোঁয়া জনপ্রিয়তায় ভ্লাদিমির পুতিন

Avatar
Jubayer Hosain Hemel
আপডেটঃ : রবিবার, ৩ এপ্রিল, ২০২২

ইউক্রেনে আগ্রাসন নিয়ে যখন দেশে-বিদেশে অনেকের কঠোর সমালোচনার মুখোমুখি হচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ঠিক এ সময়ে হু হু করে বেড়ে গেছে তার জনপ্রিয়তা। আর এটি অনেকটা আকাশ ছোঁয়ার মতো।
পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে, অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করছে বিশ্ব। এর মধ্যেই একটি জরিপে দাবি করা হয়েছে, রুশ প্রেসিডেন্টের প্রতি দেশটির নাগরিকদের আস্থা আগের তুলনায় বর্তমান সময়ে তুমুল বেড়েছে। অপরদিকে জনপ্রিয়তা কমেছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের।
জরিপের তথ্য মতে, বিভিন্ন গণমাধ্যমে ইউক্রেনে আগ্রাসন ও যুদ্ধ সম্পর্কে এবং পুতিনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে যে মূল্যায়ন করেছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এছাড়া বিশ্ব গণমাধ্যম ন্যাটোর পুরো ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে এবং পশ্চিমা নেতাদের এ ভয়ঙ্কর ঘটনাগুলোকে প্রত্যাখ্যান করার জন্য আহ্বান জানিয়েছে।

এসব বিভিন্ন কারণে রাশিয়ার ৮৩ শতাংশ নাগরিক রাষ্ট্রপতি হিসেবে পুতিনের পদক্ষেপগুলোকে অনুমোদন করেছে। যা আগের মাসের তুলনায় ১২ শতাংশ বেশি এবং ২০১৭ সালের পর সর্বোচ্চ। মস্কোভিত্তিক লেভাদা সেন্টারের এক জরিপে উঠে এসেছে এ বিষয়টি।
এ বিষয়ে লেভাদার পরিচালক ডেনিস ভলকভ বলেন, এ ঘটনা পশ্চিমের সঙ্গে উন্নয়নশীল দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের পরিস্থিতির সঙ্গে খুব মিল রয়েছে। সে সময় পুতিনের রেটিং অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছিল। আর বর্তমানে যারা রাষ্ট্রপতির জন্য সাধারণভাবে উষ্ণ সমর্থনের প্রস্তাব দিয়েছেন, তারাও সম্মত হয়েছেন যে ইউক্রেনে ‘তিনি সঠিক কাজ করছেন’। কারণ তারা সরকারি যুক্তি মেনে নিয়েছে যে রাশিয়া ন্যাটোর হুমকির মধ্যে রয়েছে, যা প্রেসিডেন্ট তাদের আগেই জানিয়েছিল। ফলে তার জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১