সংবাদ শিরোনাম ::
ভয়নক নেশা আইচ; কোম্পানীগঞ্জে ক্রিস্টাল আইচ ও গাঁজাসহ গ্রেপ্তার-৫

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২ ৪৫২৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
এবার ভয়নক নেশা দ্রব্য ক্রিস্টাল আইচ ও গাঁজাসহ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আইচসহ গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার রামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মহাব্বত আলী চৌকিদার বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে দাউদুল ইসলাম হেঞ্জু (৪০) ফেনী জেলার দাগনভূঞা উপজেলার বিজয়পুর গ্রামের ওবায়দুল হকের ছেলে সাহাদাত হোসেন সজিব ওরফে কসাই সজিব (৩০)।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো. সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দিনব্যাপী পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে নতুন মাদক ক্রিস্টাল মেথ বা আইচ ৩৪ মিলি ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরো বলেন, এ ঘটনায় ৫ মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।