চোর সন্দেহে কোম্পানীগঞ্জে আটক রোহিঙ্গা যুবক

- আপডেট সময় : ০৭:১৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২ ৩৫০১ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্থানীয় লোকজন চোর সন্দেহে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আটককৃত রোহিঙ্গা যুবকের নাম আব্দুর রহিম (২৫) সে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ৪নং ডিপোর ২নং ক্যাম্পের ৪নং টাওয়ারের নূর মোহাম্মদের ছেলে।
শনিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে তাকে উপজেলার বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের সিএনজি স্টেশন থেকে আটক করা হয়।
স্থানীয় সূত্র জানা যায়, উপজেলার বসুরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের সিএনজি স্টেশনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরাকালে স্থানীয় লোকজন তাকে চোর সন্দেহে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় সে রোহিঙ্গা নাগরিক।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম রাজা বলেন, স্থানীয়রা তাকে চোর সন্দেহে আটক করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় সে রোহিঙ্গা নাগরিক। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে তাঁর বিষয়ে খোঁজ খবর নিয়ে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।