মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সুবর্ণচরে ১জনের মৃত্যু,আহত-২
- আপডেট সময় : ১০:৫১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ ১১২৯১ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ২জন। এদের মধ্যে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরীর বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো, নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের খোরশেদ আলম এর ছেলে মো. সোহাগ (২৪) ও একই উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত রহিম উল্যাহর ছেলে আনোয়ার (২৩)। আহত দুইজনই নোয়াখালী পৌর বাজারের মৎস্য ব্যবসায়ী।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে সুবর্ণচর-চেয়ারম্যান ঘাট সড়কের হারিছ চৌধুরী বাজার (আটকপালিয়া বাজার) এর উত্তর পাশে দুটি মোটর সাইকেল অভারটেক করতে গিয়ে মুখোমুখি এ সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ধুমরেমুছড়ে যায় মোটরসাইকেল দুটি। মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হলে তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত ঘোষণা করে। তাৎক্ষণিক নিহতের কোন পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, আহতদের নাম পরচিয় পাওয়া গেলেও নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে তিনি একজন মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।