ফেনসিডিলসহ সেনবাগে বিএনপি ও যুবদল নেতা গ্রেফতার

- আপডেট সময় : ০৮:০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২ ৯৩৬৭ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ফেনসিডিলসহ এক বিএনপি ও যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত জসিম উদ্দিন (৩৬) জেলার সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও পৌরসভা যুবদলের সহ-সভাপতি এবং একই উপজেলার নুরুল আমিনের ছেলে ও বিএনপি নেতা ফারুক আহমেদ (৩৯)। সে সেনবাগ উপজেলার কাশিপুর গ্রামের মৃত আবদুর রবের ছেলে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আসামীদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালাতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
এসব তথ্য নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, গতকাল বুধবার রাত ৮টার দিকে চার বোতল ফেনসিডিলসহ উপজেলার ছাতারপাইয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। পরে বৃহস্পতিবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়াও যুবদল নেতা জসিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮-১০টি মামলা রয়েছে।