সংবাদ শিরোনাম ::
বাড়িতে বসে গাঁজা সেবন, ভ্রাম্যমান আদালতে যুবকের কারাদন্ড
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:১৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ ১৯ বার পড়া হয়েছে
চাটখিল প্রতিনিধি:
নোয়াখালী চাটখিল উপজেলায় গাঁজা সেবনের দায়ে এক যুবককে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় তাকে।
রোববার (২৭ আগস্ট) সকালে উপজেলার পাঁচগাও ইউনিয়নের ছনাগাজী বেপারী বাড়িতে এ অভিযান চালানো হয়।
দন্ডপ্রাপ্ত যুবকের নাম সফিকুল ইসলাম (৩০)। সে উপজেলার পাঁচগাও ইউনিয়নের ছনাগাজী বেপারী বাড়ির আবুল খায়েরের ছেলে।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় তিনি বলেন, সকালে গাঁজা সেবন করার সময় নিজ বাড়ি থেকে সফিকুলকে আটক করা হয়। এ সময় তার থেকে ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদন্ড ও একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় তাকে। পরে তাকে চাটখিল থানায় সোপর্দ করা হয়।