সংবাদ শিরোনাম ::
চাটখিলে ইয়াবা’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:১৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ২১ বার পড়া হয়েছে
চাটখিল প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার ০৯ নং খিলপাড়া ইউনিয়ন থেকে মো. বাবু (৩৮) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত বাবু খিলপাড়া ইউনিয়নের উত্তর বালিয়াধর গ্রামের খোরশেদ আলমের ছেলে। এ সময় তার কাছ থেকে ৯৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাত অনুমানিক ২ টার সময় বিশেষ অভিযান পরিচালনা করে চাটখিল থানার ০৯ নং খিলপাড়া ইউনিউয়নের উত্তর বালিয়াধর গ্রামের আফসার উদ্দিন হাজি বাড়ীর মো. বাবুর নিকট থেকে ৯৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করিয়া আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। আসামী বাবুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন ঘটনার কথা নিশ্চিত করে জানান, আসামীকে গ্রেফতার এর পর আদালতে প্রেরণ করা হয়েছে।