সুবর্ণচরে শেষ হলো স্থানীয় সরকার দিবসের উন্নয়ন মেলা
- আপডেট সময় : ০৩:১৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৭ বার পড়া হয়েছে
সুবর্ণচর প্রতিনিধি:
নোয়াখালী সুবর্ণচরে “সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” প্রতিপাদ্যের আলোকে তিনদিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ ও প্রশাসন আয়োজিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।
(১৯ সেপ্টেম্বর) মঙ্গলবার উপজেলা পরিষদ মাঠে মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। মেলায় ১৬টি স্টল অংশগ্রহণ করে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম এর পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো.মিজানুর রহমান, সুবর্ণচর উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযুদ্ধা আবুল মোবারক।
এসময় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পরিষদের সদস্য আতিক উল্যাহ সুজন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, এলজিইডি কর্তকর্তা মোঃ শাহ জালাল আল মামুন, প্রাণী সম্পদ কর্তকর্তা ফখরুল ইসলাম, কৃষি কর্তকর্তা হারুন অর রশিদ, সমাজ সেবা কর্মকর্তা নুর নবী, উপজেলা শিক্ষা অফিসার আব্দুস জাহের, চরক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আবুল বাসার, চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব, চরজুবলী চেয়ারম্যান সাইফুল্যাহ খসরু সহ উপজেলার সকল কর্মকর্তা, কর্মচারী, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন প্রতিষ্টান প্রধানগন উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপি মেলার আয়োজনে ছিলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, ফুটবল, রশি টানা-টানি, হাড়ি ভাঙ্গাসহ বিভিন্ন খেলাধুলা, গান, নৃত্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলা ১৭ সেপ্টেম্বর উদ্বোধন করা হয়েছিল। এতে অংশ গ্রহনকারী স্টলগুলি স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড প্রদর্শনের জন্য সমাপনী দিনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পুরুস্কৃত করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের মধ্য দিয়ে দিবসের সমাপ্তি করা হয়।