সুবর্ণচরে শহীদ জিয়া স্মৃতি নাইট শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:১৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ৮ বার পড়া হয়েছে
নোয়াখালী সুবর্ণচর উপজেলায় বিশিষ্ঠ সমাজ সেবক আহসান উল্যাহ শামীম ও নুর হোসেন কইয়ুম এর আয়োজনে শহীদ জিয়া স্মৃতি নাইট শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) রাত ১০ টায় সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের শান্ত মার্কেট সংলগ্ন মাঠে টুর্ণামেন্টের উদ্ধোধন করা হয়।
পূর্বচরবাটা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ফয়েজুল ইসলামের সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার কাজল কালোর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চরবাটা ইউনিয়ন বিএনপির সভাপতি অলি উদ্দিন সওদাগর, সুবর্ণচর উপজেলা যুব দলের সদস্য সচিব নুরুল হুদা, চরবাটা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মহি উদ্দিন মহিম, চরবাটা ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ ভুট্টুসহ উপজেলা-ইউনিয়নের নেতৃবৃন্দ।
খেলায় অংশ গ্রহন করে মোহাম্মদপুর স্পোর্টিং ক্লাব বনাম স্টিমারঘাট একাদশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মোহাম্মদপুর স্পোটিং ক্লাব জয়লাভ করে।
এসময় অতিথিরা বলেন, খেলা ধুলা যেমন শরীরকে ভালো রাখে, তেমনিই মাদক থেকেও রক্ষা করে, তরুন যুবকরাই আগামিতে নেতৃত্ব দিবে, তারা যদি বিপথে পরিচালিত হয় তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে। প্রতিটি ইউনিয়নে এরকম খেলার আয়োজন করার জন্য খেলা প্রেমী যুবকদের অনুরোধ জানান তিনি।
বক্তারা আরো বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার পালিয়ে গিয়ে বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যতই সড়যন্ত্র করা হোক, বাংলার মানুষ তার জবাব দেবে। আগামী নির্বাচনে নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহানের সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া চান।