সেবার আলো ফাউন্ডেশনের ১ম বর্ষপূর্তি উদযাপন ও স্বেচ্ছাসেবীদের মিলন মেলা ২০২৫ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:০৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫ ৪২০ বার পড়া হয়েছে
নোয়াখালীর কবিরহাটে সেবার আলো ফাউন্ডেশনের ১ম বর্ষপূর্তি উদযাপন ও স্বেচ্ছাসেবীদের মিলন মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন : নোয়াখালী কলেজ বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েসনের ঈদ পুনর্মিলনী
আজ বিকালে কবিরহাট সরকারি কলেজ মাঠে ঝাকজমক আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির ১ম বর্ষপূর্তি উদযাপন ও স্বেচ্ছাসেবীদের মিলন মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন: দীর্ঘ ১৮ বছর পর ভোট দেয়ার জন্য আগ্রহী মানুষ-বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফখরুল
সেবার আলো ফাউন্ডেশনের সভাপতি ইমরান নাজির এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, কবিরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন মিয়া, উপজেলা জামাতের আমির ফখরুল ইসলাম মিলন, জামাতের সহ সেক্রেটারি মেসবাহ উদ্দিন ভূঁইয়া, পৌরসভা জামায়াত আমির মাওলানা ফয়জুুল্লাহ, উপদেষ্টা বেলায়েত হোসেন মিলন, সফি উল্ল্যা বাচ্চ,ু আব্দুর রব, নোয়াখালী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো: ইমরান হোসেন, সেবার আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: শাহেদ প্রমূখ।
আরো পড়ুন: পশুরহাটে স্ট্রোক করে কৃষকের মৃত্যু
অনুষ্ঠানে বক্তারা বলেন, “সেবার আলো ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা স্বেচ্ছায় সময়, শ্রম ও অর্থ ব্যায় করে সমাজের কল্যাণে কাজ করছে। তারা কবিরহাট উপজেলাকে মানবিকতার আলোয় উদ্ভাসিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
আরো পড়ুন: বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পঞ্চম শ্রেণি পড়ুয়া ছাত্রের মৃত্যু
উল্লেখ্য ‘মানবসেবায় নিয়োজিত মন, আত্মতৃপ্তি সারাক্ষণ’ স্লোগানে উজ্জীবিত সেবার আলো ফাউন্ডেশনের সদস্যরা প্রতিষ্ঠার শুরু থেকেই নানা জনহিতকর কর্মকা-ে সম্পৃক্ত। তারা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ, খাদ্য সহায়তা, স্বেচ্ছায় রক্তদান, ডায়াবেটিস পরীক্ষা, কোরআন শরীফ ও বই বিতরণ, বৃক্ষরোপণসহ নানা কার্যক্রমের মাধ্যমে জনসেবায় নিজেদের নিয়োজিত রেখেছে।
আরো পড়ুন: ভোটার হতে এসে দালালসহ আটক রোহিঙ্গা নাগরিক
অনুষ্ঠান শেষে মানবিক কাজে বিশেষ অবদানের রাখার জন্য বর্ষসেরা সদস্যদের সম্মাননা ও সনদপত্র এবং ৪২টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে ক্রেস্ট প্রদান করা হয়।









