সোনাইমুড়ীতে ওলামা-মাশায়েখদের বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৬:৪৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০ ৫৪৪১ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
ভাস্কর্যের নামে মূর্তি তৈরীর প্রতিবাদে নোয়াখালীর সোনাইমুড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদ সোনাইমুড়ী উপজেলা শাখার ব্যানারে এ কর্মসূচিতে আলেম, ওলামা ও স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন।
শুক্রবার বিকালে আছর নামাজের পর সোনাইমুড়ী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের রেলগেইট এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, সোনাইমুড়ী উপজেলা সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদের আহ্বায়ক মাওলানা মাঈন উদ্দিন।
তিনি প্রধান মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনার বাবা জাতির জনক বঙ্গবন্ধু’র নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, এদেশের মানুষ শ্রদ্ধার সাথে উনাকে স্বরণ করে। কয়েক লাখ লোক স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন। কিন্তু ভাস্কর্যের নামে মূর্তি তৈরী করে পরপারে উনাদের অপরাধী বানাবেন না। ৯৫ভাগ মুসলিম অধ্যুষিত এদেশে ভাস্কর্যের নামে মূর্তি পূজা বন্ধ করেন। ওলামা-মাশায়েখের আহ্বানে যদি মূর্তি তৈরীর কাজ বন্ধ না হয়, তাহলে ওলামা-মাশায়েখগণ এদেশের ধর্মপ্রাণ জনতাকে সাথে নিয়ে তা প্রতিহত করবে।