সংবাদ শিরোনাম ::
ছিন্নমূল মানুষের মাঝে এসপির কম্বল বিতরণ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৪৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০ ২২৭৭ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বিভিন্ন এলাকার ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন। ২৪তম বিসিএস পুলিশের পক্ষ থেকে এ কম্বলগুলো বিতরণ করা হয়।
বুধবার গভীর রাতে নোয়াখালী, মাইজদী কোর্ট ও চৌমুহনী রেল স্টেশনে গিয়ে এ কম্বল বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, সিআইডির পুলিশ সুপার বশির আহমেদ, ওসি মো. শাহেদ উদ্দিন ও মুহাম্মদ কামরুজ্জামান সিকদার।
এসপি আলমগীর হোসেন জানান, শীত আসলে ছিন্নমূল মানুষের কষ্ট বেড়ে যায়। শীত নিবারণের সামর্থ তাদের নেই। এসব মানুষের কষ্টের কথা মাথায় রেখে আমরা ২৪তম বিসিএস পুলিশ তাদের সহযোগিতায় এগিয়ে এসেছি।