কোম্পানীগঞ্জে হত্যা মামলায় মোজাম্মেল মেম্বার গ্রেফতার

Avatar
newsdesk2
আপডেটঃ : শুক্রবার, ২২ মে, ২০২০

প্রতিবেদকঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিচ্ছিন্ন অঞ্চল গাংচিলের ত্রাস, একাধিক হত্যা মামলার আসামী ও মাদক সম্রাট মোজাম্মেল মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোজাম্মেল মেম্বার কিছুদিন আগে খুন হওয়া ব্যবসায়ী রাশেদ রানা হত্যা মামলার প্রধান আসামী।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের নতুন শাহজীরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোজাম্মেল মেম্বার গাংচিল এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। সে ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মো. রবিউল হকের নেতৃত্বে নতুন শাহজীরহাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় সাম্প্রতি ব্যবসায়ী রাশেদ রানা হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল মেম্বারকে গ্রেফতার করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মোজাম্মেল মেম্বারের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, লুট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রায় ২৪টির বেশি মামলা রয়েছে। গ্রেফতারকৃত মোজাম্মেলকে জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০