চাটখিলে সরকারি সহায়তার তালিকায় উচ্চবিত্তদের নাম

Avatar
newsdesk2
আপডেটঃ : সোমবার, ২৫ মে, ২০২০

প্রতিবেদকঃ

চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে করোনা ভাইরাস পরিস্থিতিতে সৃষ্ট মানবিক সহায়তার ২৫’শ টাকার তালিকায় ব্যাংকার, সরকারী চাকুরী জীবীসহ উচ্চ বিত্তদের নাম থাকায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসকের নির্দেশে ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ের নোটিশ বোর্ডে ওই তালিকা টানানো হয়। তালিকা প্রকাশের পর স্থানীয় লোকজন ওই তালিকা দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন। তালিকায় পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কামাল হোসেন এর নাম ২৪৯ নাম্বারে রয়েছে। কামাল হোসেন চাটখিল সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা। তালিকায় ২৩৫ নাম্বারে মোঃ আনোয়ার হোসেন এর নাম রয়েছে। আনোয়ার হোসেন আবু তোরাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। এ ছাড়া ইউনিয়ন আ’লীগ সেক্রেটারী একেএম সালেহ উদ্দিন (রাহেল) এর স্ত্রী তানিয়া করিম এর নাম রয়েছে। ইউপি মেম্বার, ওয়ার্ড আ’লীগ সভাপতি, সেক্রেটারী অষ্ট্রেলিয়া প্রবাসীর মা ভাই সহ অনেক প্রবাসী উচ্চবিত্তদের নাম রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম তালিকায় কিছু অনিয়মের কথা স্বীকার করে বলেন, ইতি মধ্যে ৯ জনের নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। তিনি আরও বলেন, তালিকা সংশোধনের কাজ চলছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০