নারায়নগঞ্জ থেকে চুরি হওয়া টিসিবির তেল নোয়াখালী থেকে উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

নোয়াখালী প্রতিনিধি:

 

 

ঢাকার নারায়নগঞ্জের রূপগঞ্জ থেকে চুরি হওয়া বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবির) ৭৫০ কার্টুন প্রায় ১৪হাজার ২শত লিটার সয়াবিন তৈল চুরি হওয়ার ৭দিন পর নোয়াখালী থেকে উদ্ধার করা হয়েছে।

নারায়নগঞ্জের রূপগঞ্জ থানার এস আই রিপাত হোসেন এর নেতৃতে কবিরহাট থানা পুলিশের সহযোগিতায় রবিবার দিবাগত রাত থেকে সোমবার বেলা ১১টা পর্যন্ত কবিরহাট উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম ৮নং ওয়ার্ড ও সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের গাজির খেয়া নামক স্থানের বিভিন্ন বাড়ি ও দোকান থেকে ৪১০ কার্টুন প্রায় সাড়ে ৭হাজার লিটার তৈল উদ্ধার করা হয়।

 

মামলার বাদী সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর বিকালে রূপগঞ্জ সিটি মেইল থেকে ৭৫০ কার্টুন তেল নিয়ে রংপুরে টিসিবির আঞ্চলিক ডিপোতে যাওয়ার জন্য কাভার্ডভ্যান (ট্রাক) ছেড়ে যায়। পরে নির্দিষ্ট সময় ডিপোতে তেল গুলো না যাওয়ায় ড্রাইভারকে কল করা হয়। কলধরে ড্রাইভার এলোমেলো কথাবর্তা বলাতে সন্ধেহ হয় এবং কল কেটে দিয়ে মোবাইল বন্ধ করে দেই ড্রাইভার। পরবর্তীতে বুঝতে পারি যে তেল গুলো চোরাই চক্রের হাতে পড়ে গেছে। এমতবস্থায় গত ২অক্টোবর রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করি। যাহার নং ০৭ তাং ০২.১০.২২ইং। মামলার পর এসআই রিপাত হোসেন মোবাইল ট্রাকিং এর মাধ্যমে জানতে পারে গাড়িটি নোয়াখালীর চৌমুহনী হক টাওয়ারের আশেপাশে রয়েছে। এর পর সেই সূত্রধরে আমরা রবিবার রাত থেকে এখন পর্যন্ত বিভিন্ন বাড়ি ও দোকানে তল্লাশি করে প্রায় সাড়ে ৭হাজার লিটার তেল উদ্ধার করতে সক্ষম হয়েছি।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রিপাত হোসেন জানান, তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে রবিবার রাত থেকে সোমবার বেলা ১১টা পর্যন্ত কবিরহাট থানা পুলিশ, স্থানীয় মেম্বার ও লোকজনের সহযোগিতায় নবগ্রামের শাহ আলম বেপারীর বাড়ি ও গাজীর খেয়ার নুর উদ্দিনের মুদি দোকান, দিদার এর দোকান সহ কয়েকটি স্থানে তল্লাশি করে চোরায়কৃত তেলের মধ্যে এখন পর্যন্ত অর্ধেক তেল উদ্ধার করা হয়েছে। এঘটনার সাথে জড়িত কবির, দিদার ও শাহআলম বেপারীকে গ্রেপ্তার ও বাকি তেল গুলো উদ্ধারের চেষ্টা চলছে।

 

কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম রফিক বিষয়টি নিশ্চিত করে জানান, তেল চুরির ঘটনায় নারায়নগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের একটি টিম কবিরহাটে এসেছে। আমার কাছ থেকে সহযোগিতা চেয়েছে। আমি আমার ফোর্স দিয়েছি। তারা তেল উদ্ধারে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত আমার কাছে আর কোন তথ্য আসেনি। পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১