নোয়াখালী প্রতিনিধিঃ
দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এই প্রতিপাদ্য নিয়ে নোয়াখালীর কবিরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুর্নীতি প্রতিরোদ কমিটির সমন্বয়ে দিবসটি পালিত হয়েছে।
শুক্রবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসটির উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা।
সকাল ১০ টায় সোনাপুর – কবিরহাট সড়কে র্্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সরকারী, বেসরকারী বিভিন্ন কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা উপস্থিত অংশগ্রহণ করে।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্নীত প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এনায়েত উল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কবিরহাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চন্দন চক্রবর্ত্রী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমির হোসেন, প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক এ আর আজাদ সোহেল, সহ- সভাপতি অহিদুজ্জামান বাবুল, সদস্য জিল্লুর রহমান বাবলু প্রমুখ।
এসময় দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা করেন বক্তারা।