Sharing is caring!

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত সাগরকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে দলের সকল ধরনের কর্মকান্ড থেকেও তাকে বহিষ্কার করা হয়। 
বৃহস্পতিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না বলেন, সংগঠন বহির্ভূত কর্মকান্ডে লিপ্ত থাকা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে মো. আবু হাসনাত সাগরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম বলেন, এ রকম অভিযোগ তার চোখে পড়েনি।

Sharing is caring!