কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা চরম পর্যায়ে পৌঁছেছে চীন-মার্কিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৯ মে, ২০২০

এনকে বার্তা ডেস্ক::

চীন এবং আমেরিকার মধ্যকার কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা উচ্চ ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছে বলে মন্তব্য করেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গে। তিনি বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বেইজিংয়ের বিরুদ্ধে ওয়াশিংটনের নিবর্তনমূলক পদক্ষেপ ও চীনকে থামিয়ে দেয়ার প্রচেষ্টা জোরদার করার পর এই ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে।

শুক্রবার এক সেনা সমাবশে এসব কথা বলেন ওয়েই ফেঙ্গে। এ সময় তিনি আরো বলেন, মার্কিন ভূমিকার কারণে চীনের সামনে লড়াই করার চেতনা জোরদার করা জরুরি হয়ে পড়েছে। আমাদেরকে অবশ্যই ফাইটিং স্পিরিট বাড়াতে হবে, যুদ্ধের জন্য সাহসী হতে হবে, যুদ্ধে ভালো করতে হবে এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য লড়াইকে ব্যবহার করতে হবে।

এদিকে সেনা সমাবেশে চীনের বিমান বাহিনীর প্রধান ঝু চেং বলেন, সাইবার, মহাকাশ, গভীর সমুদ্র ও জীবাণু গবেষণার ক্ষেত্রে চীন এবং পশ্চিমা দেশগুলোর মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা জোরালো হয়েছে। দেশীয় উদ্ভাবন ও বৈপ্লবিক প্রযুক্তি তৈরিতে গতি আনতে হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০