নোয়াখালীর কবিরহাট উপজেলায় ভূমিহীন গৃহহীন (ক-শ্রেণী) পরিবারের শতভাগ পুনর্বাসন উপলক্ষ্যে আয়োজিত যৌথ সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ১ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার সভাপতিত্বে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ, কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা প্রকৌশলী হরষিত কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসকে দেবনাথ সহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন, অত্র উপজেলা এখন থেকে শতভাগ ভূমিহীন বা গৃহহীন ঘোষণা করা হলো এবং এর মধ্যে যদি কোন প্রকার ভূমিহীন থেকে যায় তাদের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে উপজেলার মধ্যে পুরনো যেই আশ্রয়ন প্রকল্প গুলো জরাজীর্ণ অবস্থায় আছে সেই গুলোকে পুনরায় সংস্কারের কাজ আমরা অতি দ্রুত শুরু করবো।