সুবর্ণচর প্রতিবেদক, নোয়াখালী:

সুবর্ণচরে গৃহহীনদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
সুবর্ণচরে গৃহহীনদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২২,১০১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম সারাদেশের ন্যায় সুবর্ণচর উপজেলায় ভিডিও কনফারেন্সে শুভ উদ্বোধন ঘোষণায় যুক্ত হোন।

 

বুধবার (৯ আগস্ট) সকাল ১০ টায় সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট অশোক বিক্রম চাকমার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ব বিদ্যা’র সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এসময় উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান, সালমা সুলতানা চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন , উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মহিতুল ইসলাম, এলজিইডি কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ শাহজালাল, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু্ল মোবারক, জেলা আওয়ামীলীগ সদস্য ডাক্তার আব্দুর রব, চরজুবলী ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল্যাহ খসরু, সাংবাদিক মোঃ ইমাম উদ্দিন সুমন, আব্দুল বারী বাবলু, আজিজ সহউপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ব বিদ্যা বলেন, আমরা এ উপজেলায় আজকে ২৮৫ টি গৃহহীন পরিবারকে ঘর ও জমির কাগজপত্র বুঝিয়ে দিয়েছি। পুরো কাজটি আমরা যাচাই বাচাই করে প্রকৃতি গৃহহীনদের মাঝে বিতরণ করতেছি।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০