শিরোনাম:
চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে কোম্পানীগঞ্জে মনোনয়ন দাখিল করলো ১০ জন এক ভাইকে বাঁচাতে আরেক ভাই পানিতে, ডুবে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু তাপপ্রবাহে অতিষ্ট হয়ে জমিতে অজ্ঞান কৃষক, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নতুন গ্যাস কূপের খনন কার্যক্রমের উদ্বোধন কবিরহাট পৌরসভার উপনির্বাচনে ১৭১ ভোটের ব্যাবধানে তিনবারের প্রার্থীর জয় হিটস্ট্রোকে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু গরমে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল নোয়াখালীর ১৮ শিক্ষার্থী স্যালোয়ারে লুকানো ইয়াবা, গ্রেফতার মাদককারবারি গৃহবধূ প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায়, গ্রেফতার যুবক বঙ্গোপসাগরে জাহাজ ডুবি, উদ্ধার ১১, নিখোঁজ-১ নাবিক

চাটখিলে দুর্নীতি রোধে বিতর্ক প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
চাটখিলে দুর্নীতি রোধে বিতর্ক প্রতিযোগিতা

চাটখিল প্রতিনিধি:

 

গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে নোয়াখালীর চাটখিলে আজ রবিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।

 

‘শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবার নয়, শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাই মূখ্য।’ সকালে এই বিষয়ে বিতর্ক প্রতিযোগিতার ১ম ও ২য় সেমিফাইনালে উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৪টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

 

সেমি ফাইনালে বিজয়ী দুটি দল ‘প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মুলের কার্যকর উপায়।’ এই বিষয়ে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে অংশগ্রহণ করে। ফাইনালে উপজেলার সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রানার আপ হয়। ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল মুবিন প্রতিযোগিতায় সেরা বিতার্কিক নির্বাচিত হন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দল এবং ফাইনালের সেরা বিতার্কিককে পুরস্কার হিসেবে দুর্বনীতি দমন কমিশনের পক্ষ থেকে বই ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান উল্যা চৌধুরী, দুর্নীতি দমন কমিশনের নোয়াখালী সমন্বিত জেলার উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আমজাদ হোসেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে এখন থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে।’ পড়াশোনার পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতার মতো সহ শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের মেধাকে আরো শানিত করবে বলেও তিনি মন্তব্য করেন।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও চাটখিল উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি আয়োজন করেন চাটখিল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশনের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১