সুবর্ণচরে শিক্ষিকার অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
সুবর্ণচরে শিক্ষিকার অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সুবর্ণচর প্রতিনিধিঃ

 

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদালয়ের সহকারি শিক্ষিকা মোসাঃ রোকসানা আক্তার এর স্বেচ্ছায় বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে।

৯ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় সংবর্ধনার আয়োজন করে দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

 

বিদ্যালয়ের সহকারি শিক্ষক বোরহান উদ্দিনের সঞ্চালনায় ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার, বিশেষ অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, সুবর্ণচর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু জাহের, বেগমগঞ্জ উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর আব্দুল মতিন , সুবর্ণচর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মুহাম্মদ মহি উদ্দিন, শহিদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল চন্দ্র দাস, সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি শাখাওয়াত উল্যাহ।

এসময় আরো বক্তব্য রাখেন, বিদায়ী শিক্ষিকা রোকসানা আক্তারের পুত্র খালেদ সাইফুল্যাহ শাহিন, হাফিজ উল্যাহ শামীম, প্রাক্তণ ছাত্র কামরুল ইসলাম জুয়েলসহ অতিথিবৃন্দ।

 

বক্তারা রোকসানা আক্তার এর ৩৩ বছর চাকুরী জীবনের স্মৃতি চারণ করে বলেন, রোকাসানা আপা তিনি বিদ্যালয়ে বড় আপা হিসেবে পরিচিত ছিলেন, যেমন মেধাবী, তেমনই বিনয়ী, মমতাময়ী এবং শিক্ষার্থীদের কাছে ছিলেন মায়ের মত, তার দক্ষতায় আজ বিদ্যালয়ে শিক্ষারগুনগত মান বেড়েছে, তার হাতে গড়া শিক্ষার্থীরা আজ দেশের বড় বড় পদে চাকুরী করছেন, বড় আপা সব সময় বিদ্যালয়টিকে নিজের পরিবারের মত আগলে রেখেছিলেন, আজ তিনি স্বেচ্ছায় আমাদের ছেড়ে বিদ্যালয় থেকে অবসরে যাচ্ছেন এটি আমাদের জন্য অপূরণীয় ক্ষতি, যতদিন বিদ্যালয় থাকবে ততদিন বড় আপার স্মৃতি বিদ্যালয়ে থাকবে। এসময় বক্তারা তার দির্ঘ কর্মজীবনের স্মৃতি চারণ করে অস্রুসজল হয়ে পড়েন।

 

পরে অতিথিরা বিদায়ী শিক্ষিকা রোকসানা আক্রারকে ক্রেস্টসহ নানা উপহার সামগ্রী তুলে দেন। এসময় এক আবেগঘন হৃদয় বিদারক পরিবেশের সৃস্টি হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০