Sharing is caring!

ডেস্ক::

মহামারি নভেল করোনাভাইরাসে এবার মারা গেলেন বিসিএস ১৮তম ব্যাচের খাদ্য ক্যাডারের কর্মকর্তা উৎপল হাসান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত সোমবার রাত সাড়ে ১১টায় দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৩ বছর। গতকাল মঙ্গলবার বিসিএস ফুড অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উৎপল হাসান ঢাকা রেশনিংয়ের প্রধান নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও বিসিএস ফুড অ্যাসোসিয়েশন।

ময়মনসিংহ শহরে জন্মগ্রহণকারী এই কর্মকর্তার স্ত্রী নাসিমা পারভীন একই ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত আছেন।

Sharing is caring!