ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

বাংলাদেশের নতুন কোচ ফিল সিমন্স এখন ঢাকায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্ট ডেস্ক:

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন অন্তর্বর্তীকালীন হেড কোচ ফিল সিমন্স বুধবার (১৬ অক্টোবর) সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। বিসিবি মঙ্গলবার বিকেলে চন্ডিকা হাথুরুসিংহেকে বহিষ্কার করার ঘোষণা দেওয়ার পরপরই সিমন্সকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত জানায়। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ঢাকায় এসে পৌঁছান এই ক্যারিবিয়ান কোচ।

 

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে আমরা ফিল সিমন্সকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন।’

 

২১ অক্টোবর থেকে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে সিমন্স দলের সঙ্গে থাকবেন। বিসিবি সভাপতির মতে, সিমন্সের কোচিং ক্যারিয়ার অত্যন্ত সমৃদ্ধ এবং তিনি বিভিন্ন দেশের কোচ হিসেবে কাজ করেছেন। ফারুক আহমেদ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে তিনি দুইবার কোচিং করিয়েছেন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রেও কাজ করেছেন। তার অভিজ্ঞতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে।’

 

সিমন্সের কোচিং ক্যারিয়ার শুরু হয় ২০০৪-০৫ সালে জিম্বাবুয়ের কোচ হিসেবে। এরপর আয়ারল্যান্ড, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোর কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে তার অধীনেই ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। সর্বশেষ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি পাপুয়া নিউগিনির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জাতীয় দলের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার অভিজ্ঞতা রয়েছে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সহ বিভিন্ন লিগে তিনি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

 

সিমন্সের নিয়োগের বিষয়ে বিসিবি সভাপতি আরও বলেন, ‘তার কাজের পদ্ধতি আমার ভালো লেগেছে। তিনি একজন কঠোর পরিশ্রমী এবং দারুণ প্রেরণা দিতে পারেন। আমাদের জন্য এই মুহূর্তে তিনিই সেরা অপশন।’

 

সিমন্সের এই নিয়োগ নিয়ে এখন বাংলাদেশ ক্রিকেটে নতুন প্রত্যাশার জন্ম নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

বাংলাদেশের নতুন কোচ ফিল সিমন্স এখন ঢাকায়

আপডেট সময় : ০৩:০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

স্পোর্ট ডেস্ক:

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন অন্তর্বর্তীকালীন হেড কোচ ফিল সিমন্স বুধবার (১৬ অক্টোবর) সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। বিসিবি মঙ্গলবার বিকেলে চন্ডিকা হাথুরুসিংহেকে বহিষ্কার করার ঘোষণা দেওয়ার পরপরই সিমন্সকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত জানায়। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ঢাকায় এসে পৌঁছান এই ক্যারিবিয়ান কোচ।

 

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে আমরা ফিল সিমন্সকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন।’

 

২১ অক্টোবর থেকে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে সিমন্স দলের সঙ্গে থাকবেন। বিসিবি সভাপতির মতে, সিমন্সের কোচিং ক্যারিয়ার অত্যন্ত সমৃদ্ধ এবং তিনি বিভিন্ন দেশের কোচ হিসেবে কাজ করেছেন। ফারুক আহমেদ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে তিনি দুইবার কোচিং করিয়েছেন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রেও কাজ করেছেন। তার অভিজ্ঞতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে।’

 

সিমন্সের কোচিং ক্যারিয়ার শুরু হয় ২০০৪-০৫ সালে জিম্বাবুয়ের কোচ হিসেবে। এরপর আয়ারল্যান্ড, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোর কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে তার অধীনেই ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। সর্বশেষ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি পাপুয়া নিউগিনির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জাতীয় দলের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার অভিজ্ঞতা রয়েছে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সহ বিভিন্ন লিগে তিনি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

 

সিমন্সের নিয়োগের বিষয়ে বিসিবি সভাপতি আরও বলেন, ‘তার কাজের পদ্ধতি আমার ভালো লেগেছে। তিনি একজন কঠোর পরিশ্রমী এবং দারুণ প্রেরণা দিতে পারেন। আমাদের জন্য এই মুহূর্তে তিনিই সেরা অপশন।’

 

সিমন্সের এই নিয়োগ নিয়ে এখন বাংলাদেশ ক্রিকেটে নতুন প্রত্যাশার জন্ম নিয়েছে।