সেনবাগে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

Avatar
newsdesk2
আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে যৌতুকের দাবীতে আরজু আক্তার (১৯) এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনায় নিহতের স্বামী আনিসুর রহমান বাবু (২৫) কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে নিহতের লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত আরজু আক্তার মহিদীপুর গ্রামের হোসেন আলী সারেং বাড়ীর আনিসুর রহমান বাবুর স্ত্রী ও ওবায়দুল হকের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে খাওয়ার পর বাড়ীর লোকজন সবাই ঘুমিয়ে যায়। বৃহস্পতিবার সকালে আরজুকে কোথাও দেখতে না পেয়ে বাড়ীর লোকজন তার  ঘরে গিয়ে ঝুঁলন্ত অবস্থায় আরজুর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
নিহতের পিতার অভিযোগ, বাবু তার দাবীকৃত যৌতুকের ৩লাখ টাকা না পেয়ে বুধবার রাতের কোন একসময় আরজুকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে এ ঘটনা চাপা দিতে আরজুকে ঘরের আড়ীর সাথে ঝুঁলিয়ে আত্মহত্যা বলে প্রচার করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, লাশ ময়না তদন্ত শেষে দাফনের ব্যবস্থা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আনিসুর রহমান বাবুকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে বুঝাযাচ্ছে পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০