প্রতিবেদক:
নভেল করোনাভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
আজ রোববার দুপুর ১২টার দিকে বান্দরবান সেনা রিজিয়ন থেকে বিমান বাহিনীর হেলিকপ্টরে করে তাকে সিএমএইচ-এ আনা হয়।
মন্ত্রীর একান্ত সহকারী (এপিএস) খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মন্ত্রীর শারীরিকভাবে এখনও সুস্থ আছেন। নমুনা সংগ্রহের পর থেকে বান্দরবান ফায়ার সার্ভিস এলাকায় নিজ বাসার একটি আলাদা কক্ষে ছিলেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্ত্রীকে আনার সময় সেখানে উপস্থিত ছিলেন বান্দরবানের সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারল খন্দকার মো. শাহিদুল এমরান। সেখানে আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতারা।
প্রসঙ্গত, কক্সবাজার ল্যাবে নমুনা পাঠানোর পর শনিবার (৬ জুন) বিকালে মন্ত্রীর কোভিড-১৯ শনাক্ত হয়। এই ঘটনায় মন্ত্রীর একান্ত সহকারী, বডিগার্ড পুলিশ সদস্য এবং সার্বক্ষণিক সেবায় নিয়োজিত কর্মচারী তিন জনের নমুনা সংগ্রহ করা হয়। তবে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি।