সেনবাগ:
সেনবাগের উত্তর মানিকপুরে প্রতিবন্ধী গণধর্ষণের ঘটনায় ভিকটিম ও তার পরিবারকে আইনী সহায়তা দিতে সুপ্রীম কোটের এডভোকেট এম শাহজাহান সাজুর নেতৃত্বে মানবাধিকার কর্মী, ছাত্রনেতাসহ সাংবাদিকরা হাটিরপাড়ের মিজি বাড়ীতে গিয়েছেন। এসময়  কাদরা ইউনিয়নের মরহুম আবদুল হাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভিকটিমের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা প্রদান করেছেন। সেনবাগের এতিম বুদ্ধিপ্রতিবন্ধীর পরিবার কে আর্থিক অনুদান ও আইনি ভাবে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হওয়া পর্যন্ত পাশে থাকার ঘোষনা দেন পরিদর্শনকারী দলটি। 
এসময় উপস্থিত ছিলেন, সুপ্রীম কোর্টের আইনজীবী  এম শাহজাহান সাজু, সময় টিভির রিপোর্টার আতিয়ার হাওলাদার সজল, এফ টিভি রিপোর্টার এম শরীফ ভূঞা,  সাংবাদিক এ আউয়াল, জাহাঙ্গীর পাটোয়ারী,   নিরাপদ সড়ক চাই চেয়ারম্যান সাইফুর রহমান রাসেল, মানব সেবা ফাউন্ডেশন এর   চেয়ারম্যান ও  সেনবাগ উপজেলা  ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগান,   স্বেচ্ছাসেবী সংগঠন সহায় সভাপতি মঞ্জিলা মিমি,   চিত্র সাংবাদিক জুলহাস তালুকদার, সাংবাদিক জাহাঙ্গীর  পাটোয়ারী,কাদরা ইউনিয়ন যুবলীগ সভাপতি গিয়াস উদ্দিন, ছাত্রলীগ নেতা এম এইচ রুবেল, জামাল উদ্দিন প্রমুখ।
বুধবার সন্ধ্যায় পরিদর্শনকারী টিমকে স্হানীয়রা  জানান,হতদরিদ্র এতিম কিশোরীকে ১০ নরপশুর পাশবিক নির্যাতনে ভিকটিম সহ পুরো পরিবার ক্ষত বিক্ষত। পুলিশ জড়িত  ৩  জনকে গ্রেফতার করলেও ৭  আসামী এখনো ধরা ছোয়ার বাহিরে। অভিলম্ভে পলাতক আসামীদের গ্রেফতার করে সর্বচ্চো শাস্তির দাবী জানিয়েছেন তারা।
উল্লেখ্য, মামলাটি পরিচালনার দায়িত্ব নিয়েছেন  মানব সেবা ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম  রিগান।