Sharing is caring!

মোঃ শাহাদাত হোসেন, উপজেলা প্রতিনিধি, (সেনবাগ দক্ষিন)

 

নোয়াখালী সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নে দিন দিন করোনা বেড়েই চলছে । এই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে আবার ও করোনা শনাক্ত হয়েছে। এই গ্রাম ছিল করোনা মুক্ত একটি গ্রাম। কিন্তু এই গ্রামের দুই বাড়ীতেই করোনার মুল ঘাটি।

পশ্চিম মোল্লা বাড়ীর আকরাম হোসেন (২৯), পিতা মৃত মোস্তফা করোনা আক্রান্ত। ২৪জুন তিনি নমুনা দেন এবং ২৭ জুন করোনার পজিটিভ রিপোর্ট আসে তার।

পূর্বে বলী বাড়ীর সেলিনা আক্তার (৪২), স্বামী অলি উল্যাহ ২০জুন তারিখে নমুনা জমা দেন এবং ২৪জুন করোনা পজিটিভ আসে।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমান এই বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উল্যাহ (বিএসসি) বাড়ীগুলো লকডাউন ঘোষনা এবং মানুষকে সচেতন হতে অনুরোধ করেন।

Sharing is caring!