Sharing is caring!

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি ইউনিয়নে নছিমন চাপায় নূর নবী (৪২) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে।
রবিবার সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। নিহত নূর নবী বেজুগালিয়া গ্রামের হেদায়েত উল্যার ছেলে। তিনি তমরদ্দি রহমানিয়া মাদ্রাসার আরবি শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় খবির মিয়ারহাটের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হন তিনি। বাজারে গিয়ে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুত গতির অবৈধ নছিমন গাড়ী তাকে ধাক্কা দেয়। এতে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sharing is caring!