Sharing is caring!

নোয়াখালী প্রতিনিধি::

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল মান্নান (৩০), নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দক্ষিণ বারাহি নগর গ্রামের এছাক বেপারী বাড়ীর মফিজ উল্যার মেঝো ছেলে।

রবিবার (৫ জুলাই) দক্ষিণ আফ্রিকার সময় বিকাল সাড়ে ৪টার দিকে জেমস টাউনের আলিয়ানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের প্রবাসী বন্ধু সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, বড় ভাই আব্দুল হালিমের সাথে জেমস টাউনে সে বসবাস ও ব্যবসা করতো। ব্যবসায়ীক কাজে নিজ গাড়ি করে যাওয়ার পথে জেমস টাউন এর আলিয়ানায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে গাড়িতেই তার মৃত্যু হয়।

Sharing is caring!